২২ জুন, ২০২৩ ০৬:৫৭

সাগরে যাত্রীকে উদ্ধার করা মাঝিকে সম্মাননা দিলো ইয়ামাহা রাইডারস ক্লাব

অনলাইন ডেস্ক

সাগরে যাত্রীকে উদ্ধার করা মাঝিকে সম্মাননা দিলো ইয়ামাহা রাইডারস ক্লাব

সাগরে ডুবতে যাওয়া যাত্রীকে উদ্ধার করা মাঝিকে সম্মাননা দিলো ইয়ামাহা রাইডারস ক্লাব

ঘটনাটি ঘটে ১৫ জুন দুপুরে। সীতাকুণ্ডের কুমিরা থেকে লাইফবোটে ৪০-৫০ জন যাত্রী নিয়ে সন্দীপ যাচ্ছিলেন বোটের মাঝি মো. মামুন। সন্দীপ চ্যানেলে হঠাৎ ঢেউয়ের ধাক্কায় একজন যাত্রী পড়ে যান। সাঁতার না জানা যাত্রীটি লাইফজ্যাকেট না থাকায় ডুবে যাচ্ছিলেন।    

এমন অবস্থায় যাত্রীর প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাপ দেন মামুন মাঝি। পরবর্তীতে উদ্ধার করা হয় যাত্রীটিকে। ঘটনাটি ইয়ামাহা রাইদারস ক্লাবের চট্টগ্রাম শাখার সদস্যদের নজরে এলে তারা পৌঁছে যান মামুন মাঝির কাছে। মানুষের প্রাণ বাঁচাতে সাহসী এই পদক্ষেপের জন্য ক্লাবের সদস্যরা তাকে সম্মাননা দেন এবং পরিবার নিয়ে ঈদ উদযাপনের জন্য খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।  

প্রসঙ্গত, ইয়ামাহা রাইডারস ক্লাব ইয়ামাহা বাইক ব্যবহারকারীদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। এর আগেও সিলেটের সুনামগঞ্জের বন্যায় ও  সীতাকুণ্ডের বি এম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িছে ক্লাবটি।   
 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর