১৫ জুলাই, ২০২৩ ১১:৪০

বাটার ৩৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অনলাইন ডেস্ক

বাটার ৩৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডাররা ২০২২ সালের জন্য বাটার ৩৬৫ শতাংশ নগদ লাভ অনুমোদন করেছে। বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫১তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান রাজীব গোপালাকৃষ্ণনান।  

সভায় অন্যান্য কার্যাবলীর সঙ্গে শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিশোধিত মূলধনের ওপর ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ৩৬৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ১০৫ শতাংশ চূড়ান্ত ও ২৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ, যা ইতোমধ্যে দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন- কোম্পানির ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনির্বাণ অসিত কুমার ঘোষ, স্বতন্ত্র পরিচালক কে এম রেজাউল হাসানাত, স্বতন্ত্র পরিচালক মিসেস রূপালী চৌধুরী, অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ ও কোম্পানির সচিব হাসিম রেজা।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর