২৪ আগস্ট, ২০২৩ ১১:৪১

দেশে টাটা এলপিটি-১২১২ ম্যাক্স উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি

দেশে টাটা এলপিটি-১২১২ ম্যাক্স উদ্বোধন

বিশ্বে প্রথম সারির অটোমোবাইল প্রস্তুতকারক টাটা মটরস ও নিটল মটরস বাংলাদেশের বাজারে এনেছে কার্গো ট্রান্সপোর্ট সলিউশনের উন্নত সংস্করণ  টাটা এলপিটি-১২১২ ম্যাক্স। 

মঙ্গলবার (২২ আগস্ট) নিটল মটরস এ এক অনুষ্ঠানে এটি উদ্বোধন করে টাটা ও নিটলস। কার্গো পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাতে ও দূরদূরান্তে পণ্য পরিবহনের জন্য নির্মিত এবং বহুমুখী ব্যবহার উপযোগী এই গাড়িটি বিভিন্ন শিল্পের পরিবহনে উচ্চ মুনাফা অর্জনে সহায়ক বলে জানিয়েছে টাটা।

নিটল মটরস জানায়, নির্বিঘ্নে এবং দক্ষতার সাথে পণ্য পরিবহনের জন্য ডিজাইন করা টাটা এলপিটি-১২১২ ম্যাক্স দেয় কম অপারেটিং খরচে সর্বোচ্চ মুনাফা। বহুমুখীতা এবং নির্ভরযোগ্যতার এই গাড়িটি পার্সেল এবং কুরিয়ার, ফার্মাসিউটিক্যালস, এফএমসিজি, ইস্পাত এবং সিমেন্ট, এলপিজি সিলিন্ডার, মৎস্য, হোয়াইট গুডস এবং তৈরি পোশাক (আরএমজি)-সহ লজিস্টিক প্রয়োজনীয়তা এবং অ্যাপ্লিকেশনসমূহের জন্য একটি হবে আদর্শ পছন্দ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর