১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৫২

বাংলাদেশে ওয়্যারেবল পেমেন্ট সল্যুশন চালু করল মাস্টারকার্ড

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশে ওয়্যারেবল পেমেন্ট সল্যুশন চালু করল মাস্টারকার্ড

২০২৩- ইস্টার্ন ব্যাংক পিএলসি. (ইবিএল), মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে “ওয়্যারইবিএল” নামের উন্নত এনএফসি প্রযুক্তির দেশের প্রথম ওয়্যারেবল পেমেন্ট ডিভাইস উন্মোচন করেছে। এর মাধ্যমে ইউজাররা ‘পপ-সকেট’ এর  মাধ্যমে নিজেদের ফোনকে  ‘পেমেন্ট পাওয়ার হাউসে’ আপগ্রেড করে একটি স্টাইলিশ ডিভাইসে একইসঙ্গে ‘পপ, ট্যাপ এবং পে’ ফিচার ব্যবহার করতে পারবেন।

ইবিএল এর বাজারে আনা “ফোন গ্রিপ” নামের এই ‘ওয়্যারেবল পেমেন্ট ডিভাইসটি’ স্বাচ্ছন্দ্য ও স্টাইলের পাশাপাশি ইউজারদের দৈনন্দিন জীবনে নির্বিঘ্ন সমন্বয়ের মাধ্যমে ঝামেলামুক্ত ও নিরাপদ কন্ট্যাক্টলেস ট্রানজেকশন এর সুযোগ করে দেবে। কন্ট্যাক্টলেস পেমেন্ট অপশন থাকা এই  স্টাইলিশ ওয়্যারেবল ডিভাইসটি ব্যবহার করে মাস্টারকার্ডের কার্ডহোল্ডাররা নিরাপদ, নিশ্চিত ও দ্রুত লেনদেন করতে সক্ষম হবে। বাজারে আনা এ ধরনের এই প্রথম প্রোডাক্টটি বাংলাদেশি ইউজারদের কন্ট্যাক্টলেস পেমেন্ট সল্যুশনের ক্রমবর্ধমান চাহিদা মেটাবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর