৩ অক্টোবর, ২০২৩ ১৯:৪৫

ফেডএক্স ও সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে চুক্তি

অনলাইন ডেস্ক

ফেডএক্স ও সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্যে চুক্তি

গ্রাহকদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে বিশ্বের স্বনামধন্য লজিস্টিকস সার্ভিস কোম্পানি ফেডারেল এক্সপ্রেস কর্পোরেশনের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে দেশের সর্ববৃহৎ লজিস্টিকস সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেড। 

গত ১ অক্টোবর প্রতিষ্ঠান দু’টির মাঝে চুক্তি সম্পন্ন হয়েছে।

রাজধানীর উত্তরায় অবস্থিত শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ভবনে চুক্তি স্বাক্ষর করেন সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেমের পক্ষে চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির এবং বাংলাদেশ এক্সপ্রেস কো. লি.-এর পক্ষে ডিএমডি ও সিইও মো. জাকির হোসেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লি.-এর ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক এবং এমডি ও সিইও ইঞ্জিনিয়ার শেখ তানভীর আহমেদ রনিসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই চুক্তির মাধ্যমে দেশে ও বিদেশে গ্রাহক সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর