২ নভেম্বর, ২০২৩ ০৬:৪৫

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখায় আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মসূচি

অনলাইন ডেস্ক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখায় আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মসূচি

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখায় আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মসূচি

প্রাত্যহিক জীবনে বহুমাত্রিক কার্যক্রমের মধ্য দিয়ে নারীরা সরাসরি ভূমিকা রাখছেন দেশের স্বনির্ভর অর্থনীতির বিনির্মাণে। 

শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিয়েছে নারীবান্ধব বিভিন্ন ব্যাংকিং সুবিধা। 

বিভিন্ন পেশাজীবী নারীর এই অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ও ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে সম্প্রতি আইএফআইসি ব্যাংক প্রগতি সরণি, নড়াইল, মিয়া বাজার ও নোয়াপাড়া শাখায় আয়োজন করেছে আর্থিক সাক্ষরতাবিষয়ক কর্মসূচি’র। 

প্রায় ৪৯০ জন নারীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সংশ্লিস্ট শাখাগুলো। পর্যায়ক্রমে সারা দেশে আইএফআইসি ব্যাংকের সকল শাখা-উপশাখায় আর্থিক সাক্ষরতাবিষয়ক কর্মসূচির আয়োজন করা হবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর