১৫ জানুয়ারি, ২০২৪ ০০:৩৬

সিইএসে আসুসের গেমিং ল্যাপটপ

অনলাইন ডেস্ক

সিইএসে আসুসের গেমিং ল্যাপটপ

প্রযুক্তি পণ্যের সবচেয়ে বড় আয়োজন কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। গত ৮-১১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে এবারের সিইএস। 

একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আসুস রিপাবলিক অব গেইমারস (আরওজি) এই বছর বাজারে নতুন গেমিং ল্যাপটপ আনার ঘোষণা দেয়। জেফাইরাস, স্কার এবং স্ট্রিক্স- এই তিনটি সিরিজে আসছে আসুসের গেমিং ল্যাপটপগুলো।

গেমিংয়ে রিয়েলিটি পোর্টেবল গেমিংকে নতুন লেভেলে নিয়ে এসেছে আরওজি। জেফাইরাস সিরিজের জি১৪ এবং জি১৬ আপগ্রেডে একইসাথে আছে প্রযুক্তি, পারফরম্যান্স এবং ডিজাইন। প্রসেসর হিসেবে জি১৪ ল্যাপটপে রয়েছে এমডি রাইজেন৯ এবং জি১৬ এ রয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৮৫এইচ পর্যন্ত।দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স জিপিইউ। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর