২১ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:০২

ক্যানসার রোগীদের মানসিক সহায়তায় বিশেষ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

ক্যানসার রোগীদের মানসিক সহায়তায় বিশেষ অনুষ্ঠান

ক্যানসার রোগীদের মানসিক সহায়তা দেওয়ার জন্য রেনাটা লিমিটেড একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকের সহযোগিতায় মঙ্গলবার সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালের সেমিনার কক্ষে ৩০টি পরিবারের ক্যানসার রোগীর পরিবার নিয়ে এটি অনুষ্ঠিত হয়।

ইংল্যান্ডের এমএসই এবং ইউসিএলএইচ ন্যাশনাল হেলথ সার্ভিসেস ফাউন্ডেশন ট্রাস্ট এর হেমাটোলজির সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. আমিন ইসলাম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হেমাটোলজি  বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কারও ক্যানসার হলে তিনি প্রথমেই মানসিকভাবে ভেঙে পড়েন। শুধু তাই নয়, আমাদের দেশে সেই পরিবারটিই মানসিকভাবে দুশ্চিন্তায় পড়ে। এমন রোগে আমাদের প্রথমেই মানসিকভাবে শক্ত থাকতে হবে। রোগীকে এমন কোনো কথা বলা যাবে না যাতে রোগী মানসিকভাবে আরও ভেঙে পড়েন। যেকোনো রোগে, বিশেষ করে ক্যানসারের মতো রোগে মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়ার তাগিদ দেন বক্তারা ।

সেমিনার সঞ্চালনা করেন রেনাটা লিমিটেডের অনকোলজি বিভাগের টিম লিডার আমির আবদুল্লাহ। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর