১২ জুন, ২০২৪ ১৪:৫৭

রূপ ফ্যাশন হাউজের গ্র্যান্ড ওপেনিং

অনলাইন ডেস্ক

রূপ ফ্যাশন হাউজের গ্র্যান্ড ওপেনিং

বসুন্ধরা সিটি কমপ্লেক্সের লেভেল-৩ এ রূপ ফ্যাশন হাউজের ফ্লাগশীপ আউটলেটের গ্র্যান্ড ওপেনিং হয়।

উদ্বোধন করেন রূপ ফ্যাশন হাউজের কর্ণধার রূপা সাহা। 

রূপ ফ্যাশন হাউজ নারীদের পরিধেয় ও আনুষাঙ্গিকের মনোমুগ্ধকর সংগ্রহের মাধ্যমে খুচরা বিক্রয় ক্ষেত্রে বিপ্লব আনতে সবসময় প্রস্তুত। আধুনিক ক্লাসিক থেকে অ্যাভান্ট-গার্ড ডিজাইনের, প্রতিটি পোশাকই উন্নত গুণমান ও কোয়ালিটি মেইনটেইন করেই এখানে সাজানো।

রূপা সাহা বলেন, রূপ ফ্যাশন হাউজ গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আমাদের দোকান কেবল ফ্যাশনের একটি প্রদর্শনী নয়; এটি নারীত্বের উদযাপন- একটি অভয়ারণ্য যেখানে প্রতিটি নারী তার নিজস্ব শৈলী এবং আত্মবিশ্বাসকে আঁকড়ে ধরতে পাররে।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপ ফ্যাশন হাউজের মালিক, কর্মী ও ফ্যাশন উৎসাহীরা।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর