শিরোনাম
৩০ আগস্ট, ২০২৪ ০৪:২৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাও-এর অনুদান

প্রেস বিজ্ঞপ্তি

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পাঠাও-এর অনুদান

ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ‘পাঠাও’ বাংলাদেশের বিভিন্ন জেলাজুড়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকার বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য পাঠাও এই উদ্যোগ নেয়।

বন্যা দুর্গতদের সাহায্যে পাঠাও-এর এই সম্মিলিত প্রয়াসে এমপ্লয়িরা স্বেচ্ছায় তাদের একদিনের বেতন প্রদান করে এবং একই পরিমাণ অর্থ পাঠাও কর্তৃপক্ষ যোগ করে এই অনুদানের পরিমাণকে দ্বিগুণ করে।

এ ছাড়াও ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঠাও প্ল্যাটফর্মে নেওয়া প্রতিটি রাইড থেকে সেফটি কভারেজ ফি বন্যার্তদের সহায়তায় প্রদান করা হবে। এই সময়ের মধ্যে প্রতিটি রাইড থেকে জমা হওয়া মোট অর্থ পাঠাও দ্বিগুণ করে তা বন্যার্তদের সহায়তায় প্রদান করবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর