জনপ্রিয় তারকা তাহসান রহমান খানের উপস্থিতিতে ভিভো তাদের নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।
শনিবার (১৯ এপ্রিল) ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে নতুন এই ফোনটির লঞ্চ অনুষ্ঠিত হয়। নতুন ভিভো ভি৫০ লাইটের অন্যতম আকর্ষণ হলো এর আল্ট্রা স্লিম ডিজাইন ও ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি।
এছাড়া, ফোনে রয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি, যা সুপারফাস্ট চার্জিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। এতে রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে, যা ফোনের ব্যাটারি অন্য ডিভাইস চার্জ করতে সক্ষম করবে।
ভিভো ভি৫০ লাইটটি দুটি কালারে পাওয়া যাবে – টাইটেনিয়াম গোল্ড ও ফ্যান্টম ব্ল্যাক।
এই স্মার্টফোনটি ৮ জিবি + ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ২৯,৯৯৯ টাকা, আর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, 'বাংলাদেশে উদ্ভাবনের প্রতি মানুষের দুর্দান্ত আগ্রহ দেখে আমরা আনন্দিত। ভিভো সবসময় এমন প্রযুক্তি ও ডিজাইন প্রদান করতে চায় যা প্রিমিয়াম হলেও ব্যবহারকারীদের জন্য উপযুক্ত।'
বিডি প্রতিদিন/মুসা