বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) 'ওরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫' এর ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়। রবিবার (২৭ এপ্রিল) শেরাটন ঢাকায় এ আয়োজন করা হয়।
এই প্রতিযোগিতা ৮ মে থেকে শুরু হয়ে টানা ১৪ দিন চলবে, এবং ২৬ মে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর এই আসরে দেশের স্বনামধন্য ২০টি হোটেল অংশগ্রহণ করছে, যার মধ্যে রয়েছে: আমারি ঢাকা, অ্যাসকট প্যালেস ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মেপল লিফ, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হানসা - এ প্রিমিয়াম রেসিডেন্স, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার (আইএইচজি হোটেল), হোটেল ওমনি রেসিডেন্সি ঢাকা, হোটেল সারিনা ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লেকশোর বনানী, লে মেরিডিয়ান ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, সায়মান বিচ রিসোর্ট লিমিটেড, শেরাটন ঢাকা, সিক্স সিজনস হোটেল, দি পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি, দি রেইনট্রি ঢাকা এবং দি ওয়েস্টিন ঢাকা।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'এই ধরনের উদ্যোগ আতিথেয়তা খাতের পেশাজীবীদের একত্রিত করে, যারা শুধুমাত্র মাঠে তাদের প্রতিভা প্রদর্শন করছেন না, বরং নিজেদের সম্প্রদায়ের শক্তি ও একতা তুলে ধরছেন।'
বিহা'র প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলী বলেন, 'বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ আতিথেয়তা খাতের ঐক্য ও উদ্দীপনার প্রকৃত প্রতিচ্ছবি।'
এছাড়াও, বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন, 'আমরা আতিথেয়তা খাতে কাজ করি খেলোয়াড়সুলভ মানসিকতা এবং দৃঢ় দলীয় চেতনা বজায় রেখে। এটি আমাদের দলগত কাজ ও দায়িত্ববোধ শেখায়।'
বিডি প্রতিদিন/মুসা