রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা
নিয়োগ-বাণিজ্যের অভিযোগ

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের কর্মচারী গ্রেফতার, হোতারা উধাও

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে ১৮৮টি পদের বিপরীতে লোক নিয়োগে কয়েক কোটি টাকার ঘুষবাণিজ্যের অভিযোগে এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। নিয়োগবঞ্চিত এক প্রার্থী গতকাল সদর থানায় মামলা করার পর দায়িত্বপ্রাপ্ত ডিবি পুলিশ নিয়োগপত্রের বেশ কিছু কপি ও এক লাখ টাকাসহ সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক রেজাউল করিমকে গ্রেফতার করে। এদিকে অভিযোগ ওঠার পর থেকে সিভিল সার্জন ডা. নাজিমুদ্দিন খান, প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন ও প্রধান সহকারী সাইফুল ইসলাম গাঢাকা দেন। জানা গেছে, নিয়োগ-বাণিজ্যের সঙ্গে সিভিল সার্জন ও অফিসের কতিপয় কর্মকর্তা এবং সরকারদলীয় স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা জড়িত রয়েছেন। এদিকে, নিয়োগবঞ্চিতদের পাশাপাশি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান এ নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।

সর্বশেষ খবর