রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

চট্টগ্রামে দম্পতিসহ আট জেলায় ১৮ জন নিহত

চট্টগ্রাম, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ, সিদ্ধিরগঞ্জ, বরিশাল, নেত্রকোনা ও রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর_ চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে ভাটিয়ারীতে বাস ও সিএনজি টেঙ্রি সংঘর্ষে নুরুল আলম ও তার স্ত্রী হোসনে আরা বেগম নিহত হন। এদিকে শাহ আমানত সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হয় ইকবাল হোসেন নামে এক যুবক। হাসপাতালে তার মৃত্যু হয়। একই রাতে খুলশীতে বাসচাপায় নিহত হয়েছেন পথচারী আমির হোসেন। সিরাজগঞ্জ : জেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। সকালে কড্ডায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে কলেজছাত্র মেহেদী হাসান সোহেল এবং সিএনজিচালক রাজ্জাক মারা যান। শুক্রবার রাতে রায়গঞ্জের কালিকাপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় পথচারী সাবান আলী মারা যান। ঝিনাইদহ : পৌর এলাকার চাকলাপাড়ায় গতকাল বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রমিক অখিল সরকার খোকন নিহত হয়েছেন। খোকন চাকলাপাড়ার ননীগোপাল সরকারের ছেলে। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : কাঁচপুর ব্রিজের কাছে শুক্রবার রাতে ট্যাঙ্কলরির চাপায় গার্মেন্ট শ্রমিক লোকমান নিহত হয়েছেন। রাত ৯টায় লোকমান রাস্তা পার হওয়ার সময় একটি ট্যাঙ্কলরি তাকে চাপা দেয়। বরিশাল : বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বিমানবন্দর মোড়ে গতকাল ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী টেম্পো দুমড়েমুচড়ে ৯ জন গুরুতর আহত হন। তাদের শেরেবাংলা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক রতন হাওলাদার, রিপন প্যাদা ও শিশু বৃষ্টিকে মৃত ঘোষণা করেন। এদিকে নগরীর তিলক-কলাডেমায় টেম্পোর ধাক্কায় স্কুলছাত্রী মাফিয়া নিহত হয়েছে। সে একই এলাকার মারুফ মোল্লার মেয়ে। নেত্রকোনা : পূর্বধলার দেওটুকোন ছোছাউড়ায় গতকাল দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল আলম সজল নিহত হয়েছেন। রাঙামাটি : বাঘাইছড়ির বঙ্গলতলীতে গতকাল জিপ ও মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন মো. খলিল ও পুজা চাকমা। টাঙ্গাইল : গতকাল সন্ধ্যায় কালিহাতীর ইছাপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ও বাস খাদে পড়ে এক শিশুসহ ২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

সর্বশেষ খবর