রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

ছিটমহলবাসীর আল্টিমেটাম

'ইন্দিরা-মুজিব' চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময়, নাগরিকত্ব প্রদান, ভোটাধিকার, নিরাপত্তা ও জমি দখল রোধে আইনি সহযোগিতাসহ ছিটমহল অধিবাসীদের স্বার্থে ছয় দফার আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে। গতকাল ছিটমহল ইউনাইটেড কাউন্সিল (এসইউসি) বা ছিটমহল ঐক্য পরিষদের নেতারা পাটগ্রামের ১২৪ নম্বর বড় খেঙ্গির ছিটমহলে এ আল্টিমেটাম ঘোষণা করেন। ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী ৩০ ডিসেম্বরের মধ্যে ভারত-বাংলাদেশ সরকারকে উলি্লখিত সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতারা। অন্যথায় ৩১ ডিসেম্বর হতে স্ব-উদ্যোগে আন্দোলন, সংগ্রাম চালিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।

সর্বশেষ খবর