রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

ঢাকা-পটুয়াখালী লঞ্চ ধর্মঘট চলছে

টানা তিন দিনের অব্যাহত লঞ্চ ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর ব্যবসা-বাণিজ্য। এতে দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানিতে সংকট দেখা দিয়েছে। এদিকে লঞ্চ চলাচল স্বাভাবিক করতে প্রশাসন, রাজনৈতিক মহল, বন্দর কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রশাসন, রাজনৈতিক নেতারা, মালিক সমিতি, ঊধর্্বতন কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে জানান পটুয়াখালীর বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। পটুয়াখালী টার্মিনাল ঘাটে চাঁদাবাজি ও লঞ্চ স্টাফদের মারধরের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে ঢাকা-পটুয়াখালী ও গলাচিপা রুটে লঞ্চ ধর্মঘটের ডাক দেয় অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা ও মালিক সমিতি।

সর্বশেষ খবর