বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

সম্মেলন ঘিরে শার্শায় আওয়ামী লীগের দুই গ্রুপ মুখোমুখি

শার্শা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে দলের দুটি গ্রুপ মুখোমুখি হয়ে পড়েছে। এরই জের ধরে গতকাল দুপুরে এমপি গ্রুপের লোকজন রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়েছে শার্শার লক্ষণপুর কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলমকে। জাহাঙ্গীর আলম লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নের রামচন্দ পুর গ্রামে। জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগেরই কিছু লোক গতকাল দুপুর ২টার দিকে লক্ষণপুর বাজারে তাকে রড ও হাতুড়ি দিয়ে পেটায়। হামলাকারীরা তাকে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুর লোক হিসেবে মনে করে এই হামলা চালায় বলে জানান জাহাঙ্গীর আলম। আগামী ১৯ জানুয়ারি শার্শা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু বলেন, লক্ষণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের এমপি গ্রুপের নেতা কামাল ভুইয়ার অনুগত সন্ত্রাসীরা চাঁদা চেয়ে না পাওয়ায় কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলমের উপর হামলা চালিয়েছে। এটা সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের নির্দেশেই হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, ঘটনাটা আমি সন্ধ্যার দিকে জানতে পেরেছি। তিনি বলেন, শার্শায় আওয়ামী লীগের মধ্যে কোনো গ্রুপিং নেই।

সর্বশেষ খবর