বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
সড়ক দুর্ঘটনা

সাত জেলায় ১১ জন নিহত

পাবনা, ময়মনসিংহ, চাঁদপুর, মানিকগঞ্জ, নাটোর ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর_ পাবনা : বেড়া-বগুড়া মহাসড়কের বিন্যাদাড়ীতে সোমবার রাতে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন_ সাঁথিয়ার করমজা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রাজীব হোসেন, আমজাদ আলীর ছেলে প্রিন্স ও দত্তকাদি গ্রামের বাবু শাহর ছেলে নাজমুল হোসেন। ময়মনসিংহ : চন্দ্রপাড়া মরাখলায় গতকাল অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন_ কাইয়ুম ও জসিম। মানিকগঞ্জ : মানরায় গতকাল বাসচাপায় শিশু রমজান আলী নিহত হয়েছে। রমজান একই এলাকার বারেক মিয়ার ছেলে। চাঁদপুর : ফরিদগঞ্জের ধানুয়ায় গতকাল ট্রাক্টর চাপায় শিশু জিহাদ নিহত হয়েছে। জিহাদ ধানুয়া এলাকার প্রবাসী মো. আলমের ছেলে। গাইবান্ধা : কলেজপাড়ায় গতকাল ট্রাকচাপায় নবির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নবীর রামচন্দ পুর ইউনিয়নের হরিণ সিংহা গ্রামের বাবর উদ্দিনের ছেলে। নাটোর : বাগাতিপাড়ার জিগরী বাজারে ট্রলির ধাক্কায় স্কুলছাত্রী জেমি নিহত হয়েছে। জেমি জিয়াউর রহমানের মেয়ে। গাজীপুর : জেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দু'জন আহত হয়েছেন। নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার নাবিরবহর গ্রামের মোহর আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক হেলাল উদ্দিন ও সদর উপজেলার পিরুজালী গ্রামের নূরে আলম।

সর্বশেষ খবর