বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

সারা দেশে ১৮ দলের মানবপ্রাচীর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে গতকাল সারা দেশে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে মানবপ্রাচীর কমসূচি পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : শহরের সাতমাথায় মানবপ্রাচীর চলাকালে জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন প্রমুখ। টাঙ্গাইল : কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান এমপি, এড. আহমেদ আজম খান, কৃষিবিদ সামছুল আলম তোফা, এড. ফরহাদ ইকবাল প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া : বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাড. হারুন আল রশিদের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস ছাত্তার ভঁূইয়া, জহিরুল হক খোকন, ইঞ্জিনিয়ার খালেদ মাহবুবব শ্যামল প্রমুখ। লালমনিরহাট : শহরে কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। নারায়ণগঞ্জ : চাষাঢ়ায় জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, যুবদল নেতা গোলাম সারোয়ার বাদলের নেতৃত্বে নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল বিভিন্ন স্পটে বক্তব্য দেন। রাঙামাটি : কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাধারণ সম্পাদক শাহ আলম, এলডিপি সভাপতি আশাপূর্ণ চাকমা, জামায়াতে ইসলামীর আমির আবদুল আলীম প্রমুখ। মাদারীপুর : জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক আবু মুন্সির সভাপতিত্বে মানবপ্রাচীর কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন জাহান্দার আলী জাহান, অ্যাড. জামিনুর হোসেন মিঠু প্রমুখ। খাগড়াছড়ি : মানবপ্রাচীর শেষে জেলা বিএনপির সহ-সভাপ্রতি প্রবীণ কুমার চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান মিলাত, আক্তার হোসেন, অশোক মজুমদার। চাঁদপুর : কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হামিদ মাস্টার, সেলিম উল্যা সেলিম, আক্তার হোসেন মাঝি, এ এইচ আহমদ উল্যা মিয়া প্রমুখ। মানিকগঞ্জ : কর্মসূচি পালন কালে বক্তব্য রাখেন মো. মোতালেব হোসেন, আবদুস সালাম প্রমুখ। সিরাজগঞ্জ : মানবপ্রাচীর চলাকালে জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেুবর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মীর রুহুল আমীন বাবু, সাবেক পিপি অ্যাড. রেজাউল করিম তালুকদার, নুর কায়েম সবুজ, মুন্সী কামাল উদ্দিন প্রমুখ। লক্ষ্মীপুর : কর্মসূচির সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া এমপি, সাহাবুদ্দিন সাবু, রেজাউল করিম লিটন প্রমুখ। কিশোরগঞ্জ : জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, অধ্যক্ষ হাবিবুর রহমান ভঁূইয়া ও জাহাঙ্গীর আলম মোল্লার নেতৃত্বে শহরে পৃথকভাবে কর্মসূচি পালিত হয়। কুমিল্লা : কান্দিপাড়ে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ। ঝিনাইদহ : জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মসিউর রহমানের নেতৃত্বে শহরে মানবপ্রাচীর তৈরি করা হয়। বরগুনা : কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম। নরসিংদী : জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে ভেলানগরে বিএনপি মানবপ্রাচীর তৈরি করে। হবিগঞ্জ : কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল, সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম প্রমুখ। কুড়িগ্রাম : মানবপ্রাচীর চলাকালে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব প্রমুখ। মেহেরপুর : বারাদী বাজারে মাসুদ অরুণের নেতৃত্বে মানবপ্রাচীরে অংশ নেন জামায়াত নেতা সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আবদুর রহমান, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। ময়মনসিংহ : ১৫ কিলোমিটার দীর্ঘ মানবপ্রাচীরে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। পরে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশ হয়। নওগাঁ : মানবপ্রাচীর চলাকালে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক নান্নু, জাহিদুল ইসলাম ধলু, মো. নাজমুল হক সনি প্রমুখ। পাবনা : কর্মসূচি চলাকালে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা প্রমুখ। পিরোজপুর : মানবপ্রাচীরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কামরুজ্জামান চাঁন, রিয়াজ উদ্দিন রানা প্রমুখ। গাজীপুর : কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা উদ্দিন সরকার, কাজী সাইয়েদুল আলম বাবুল, আফজাল হোসেন কায়সার, মীর হালিমুজ্জামান ননী প্রমুখ। জামালপুর : শহরে মানবপ্রাচীর কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামনু, বিএনপি নেতা আমজাদ হোসেন, এমদাদুল হক হীরা, আনিছুর রহমান বিপ্লব, আহছানুজ্জামান রুমেল, সজিব খান প্রমুখ। যশোর : মানবপ্রাচীরে ১৮ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর