বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
টিআইবির জরিপ

মাদারীপুর হাসপাতালে সেবা পেতে ঘুষ

মাদারীপুর সদর হাসপাতালে সেবা পেতে চলে ঘুষ বাণিজ্য। গত সোমবার মাদারীপুর সদর হাসপাতাল সভা কক্ষে মতবিনিময় সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) প্রকাশিত জরিপ রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, হাসপাতালে ডেলিভারি ও সিজারের ক্ষেত্রে আয়া ও নার্সদের বকশিশের নামে ৫০ থেকে ৬৫০ টাকা, ইনজেকশন পুশ করতে ২০ থেকে ১০০, ট্রলি ব্যবহারের জন্য ১৫ থেকে ১০০, আয়া ও ওয়ার্ডবয়দের সেবা পেতে ৩০ থেকে ৫২০, প্যাথলজি ও রেডিওলজিক্যাল পরীক্ষার জন্য ২০ থেকে ৫০০, স্যালাইন পুশ করতে ২০ থেকে ১৫০ টাকা দিতে হয়। রিপোর্টে মাদারীপুর সদর হাসপাতলের ৫২৭ জন সেবাগ্রহীতার ওপর জরিপ পরিচালনা করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে সেবা নিতে আসা ১৯.০৭ শতাংশ রোগী মোটেও ওষুধ পায় না। হাসপাতালে অপারেশন হয়েছে এমন ৩২.০৫ শতাংশ রোগীকে অপারেশনের জন্য রশিদের বাইরে টাকা দিতে হয়েছে এবং অপারেশন করার আগে ৬৬ শতাংশ ও অপারেশন চলাকালীন ৫৬.০৮ শতাংশ রোগীর জন্য ওষুধ বাইর থেকে কিনতে হয়। সনাকের মাদারীপুর জেলা সভাপতি খান মো. শহীদের সভাপতিত্বে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সুকুমার সরকার।

সর্বশেষ খবর