বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

মহিষ ছিনতাইয়ের টাকা রাঘববোয়ালদের পকেটে, চুনোপুঁটিরা আসামি

সাতক্ষীরা সীমান্তের বৈকারি খাটাল থেকে ৩৩টি মহিষ ছিনতাই হওয়ার ঘটনায় চুনোপুঁটিদের আসামি করে মামলা রেকর্ড করেছে পুলিশ। এ ঘটনার নায়ক রাঘববোয়াল দুই রাজনীতিককে আড়াল করে মামলা হওয়ায় প্রকৃত বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গরু ব্যবসায়ী সদর উপজেলার হাড়দ্দাহ গ্রামের রফিকুল গাজীর স্ত্রী রাবেয়া খাতুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে দুজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি সকাল ১০টার দিকে রাবেয়া খাতুনের স্বামী ৩৩টি মহিষ বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে এনে বৈকারি গরুর খাটালে তোলে। এ সময় সদরের হাড়দ্দাহ গ্রামের মাওলা সরদারের ছেলে শাহিন ও শাখরার মিয়ারাজের ছেলে মন্টে রফিকুলকে মারপিট শুরু করে সব মহিষ নিয়ে যায়। পরে ৩৩টি মহিষ শাহিন, মন্টে ও জেলা যুবলীগের এক প্রভাবশালী নেতার সহায়তায় বিক্রি করে ১৩ লাখ ২০ হাজার টাকা ভাগাভাগি করে নেয়।

সর্বশেষ খবর