বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

এক পলক

রাজ পুণ্যাহ খাগড়াছড়ি মং সার্কেলে দুই দিনব্যাপী রাজ পুণ্যাহ অনুষ্ঠান কাল শুরু হবে। গতকাল রাজবাড়িতে এ ব্যাপারে ব্রিফিং করেন মং রাজা সাচিং প্রু চৌধুরী। -খাগড়াছড়ি প্রতিনিধি বাবা-ছেলে আটক মনোহরগঞ্জের নরপাইয়া গ্রাম থেকে সোমবার রাতে মদসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। তারা হলো আবুল কাশেম ও তার ছেলে সাহাদাত হোসেন। -কুমিল্লা প্রতিনিধি পিটিয়ে হত্যা পাবনা শহরের চকছাতিয়ানিতে গতকাল সকালে রিয়াদ উল্লাহ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রিয়াদ শহরের দক্ষিণ রাঘবপুরের জয়নুল আবেদীনের ছেলে। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পতিপক্ষ রিয়াদকে বিসিক শিল্প এলাকায় নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। -পাবনা প্রতিনিধি কুশপুত্তলিকা দাহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে মহাজোট সরকারের প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা নারায়ণগঞ্জ শাখার নেতা-কর্মীরা গতকাল শহরের চাষাঢ়া শহীদ মিনারের সামনে কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়। -নারায়ণগঞ্জ প্রতিনিধি ৩৭ ঘর ছাই নগরকান্দার মাঝারদিয়া গ্রামের পশ্চিমপাড়ায় গোলদার বাড়িতে সোমবার রাতে অগি্নকাণ্ডে ৩৭ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। ১২টি পরিবারের অর্ধশতাধিক মানুষ খোলা আকাশের নিচে রয়েছে। -ফরিদপুর প্রতিনিধি ব্যাংক কর্মকর্তা গ্রেফতার সাদুল্যাপুরে সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনার সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তা সিবিএ নেতা জিল্লুর রহমানকে গতকাল গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন নাকচ করে আটকের আদেশ দেন। -গাইবান্ধা প্রতিনিধি জেলের লাশ উদ্ধার টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় নাসাকার গুলিতে নিহত জেলে ফারুকের লাশ গতকাল সকালে এক সপ্তাহ পর উদ্ধার করেছে বিজিবি। ফারুক গোদামপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। -কক্সবাজার প্রতিনিধি তুচ্ছ ঘটনায় খুন নগরকান্দার শহীদনগর ইউনিয়নের বড় পাইটকান্দি গ্রামে গতকাল জমিতে পানি দেওয়া নিয়ে বিরোধের জের ধরে আজিজুল হক নামে এক ব্যক্তি খুন হয়েছেন। জাকির হোসেন ক্ষেতে পানি দেওয়ার সময় আজিজুল হকের ক্ষেতের কিছু অংশে পানি যায়। এর জের ধরে জাকিরের নেতৃত্বে কয়েকজন আজিজুলকে পিটিয়ে হত্যা করে। -ফরিদপুর প্রতিনিধি কলেজে ডাকাতি বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে দুই নৈশপ্রহরীকে বেঁধে সন্ত্রাসীরা অধ্যক্ষের কক্ষসহ বিভিন্ন কক্ষের কাগজপত্র তছনছ করে ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। নৈশপ্রহরী শাজাহান আলী জানান, সোমবার মধ্য রাতে ২৫-৩০ জনের একদল দুর্বৃত্ত প্রাচীর টপকিয়ে কলেজে প্রবেশ করে। -নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সর্বশেষ খবর