বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

মেহেরপুর সীমান্ত দিয়ে দেড় শতাধিক বাংলাদেশি পুশইন

মেহেরপুর বুড়িপোতা ও বাজিতপুর সীমান্ত দিয়ে ১৫৩ বাংলা ভাষাভাষী নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার রাত ১২টায় কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তারা বিভিন্ন যানবাহনযোগে ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশালের নিজ নিজ বাড়ির উদ্দেশে চলে গেছেন। তবে আনন্দবাস সীমান্ত থেকে নয়জনকে আটক করেছে বিজিবি। পুশইন হয়ে আসা কয়েকজন জানান, বিভিন্ন সময়ে তারা কাজের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে গিয়ে বসবাস শুরু করেন। বৈধ কাগজপত্র না থাকায় তারা বিএসএফের হাতে ধরা পড়েন। এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর ৩২ বিজিবির মেজর মেহেদী এর সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ সদস্যরা কিছু লোককে রাতের অাঁধারে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশে পুশইন করেছে। অন্যদিকে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গঞ্জামের ভেতরে অবৈধভাবে ভারতীয় বিএসএফ সৈনিক কুলিন্দ বিন্দু সিং ঘোরাফেরার সময় স্থানীয়রা ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। ৭ বাংলাদেশিকে ফেরত : নেত্রকোনা প্রতিনিধি জানান, দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির সীমান্ত দিয়ে ভারতের বাঘমারা বিএসএফ ক্যাম্প টহল দল গত সোমবার ৭ বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করলে আটক করে। এ ব্যাপারে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার এবং বিএসএফের শিলং সেক্টর কমান্ডারের আলোচনার পর গত মঙ্গলবার রাতে ৭ বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়। ২৩ রোহিঙ্গা পুশব্যাক : টেকনাফ প্রতিনিধি জানান, গতকাল ভোরে টেকনাফ ও শাহপরীরদ্বীপ দিয়ে অনুপ্রবেশকালে ১৯ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। এ ছাড়া হোয়াইক্যং বিওপি বিজিবির জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৪ রোহিঙ্গাকে আটক করে। দুপুরে স্ব স্ব সীমান্ত দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান ৪২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান।

সর্বশেষ খবর