বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

এক পলক

ট্রেনে কাটা পড়ে মৃত্যু আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে গতকাল অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের পাঠিয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি জানান, তিতাস রেল সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শিশুর শরীরে আগুন শত্রুতার জেরে কুড়িগ্রাম শহরের সি অ্যান্ড বি ঘাটে শিশু হৃদয়ের (৬) শরীরে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করে পাষণ্ড এক যুবক। এতে শিশুর পেট ও বুক ঝলসে গেছে। সি অ্যান্ড বি ঘাটে দিনমজুর শাহিনুরের পরিবারের সঙ্গে পারিবারিক কলহ চলছিল মৃত আছর আলীর। -কুড়িগ্রাম প্রতিনিধি হরিণের মাংস জব্দ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালিঞ্চি থেকে গতকাল পাচারের সময় বন বিভাগের সদস্যরা হরিণের মাংসসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ জব্দ করেছে। অভিযানের খবর পেয়ে শিকারিরা পালিয়ে যায়। -সাতক্ষীরা প্রতিনিধি ধর্মঘটের আল্টিমেটাম চাকরি স্থায়ীকরণের দাবিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১১ জন ক্যাজুয়াল শ্রমিক ২০ জানুয়ারি থেকে লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। গতকাল বিকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেটে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রমিক নেতারা। -দিনাজপুর প্রতিনিধি ১৪৪ ধারা পাকুন্দিয়ার চর কাওনা বহুমুুখী উচ্চবিদ্যালয় মাঠে আজ দুই পক্ষ একই সময়ে ওয়াজ মাহফিলের আয়োজন করায় সহিংসতা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। -কিশোরগঞ্জ প্রতিনিধি

সর্বশেষ খবর