শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

বাঞ্ছারামপুরে বসুন্ধরার সহায়তায় হতদরিদ্ররা এখন খামারি

বাঞ্ছারামপুরে বসুন্ধরার সহায়তায় হতদরিদ্ররা এখন খামারি
এতদিন জমিতে কেউ কামলা খাটতেন আর কেউ বা ঝিয়ের কাজ করতেন অন্যের বাড়িতে। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সুদমুক্ত ঋণসহায়তায় আজ তারাই ক্ষুদ্র ব্যবসায়ী ও খামারি। বুনেছেন নতুন করে বাঁচার স্বপ্ন। এমনটাই জানালেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আসমা, রেণুসহ কয়েকজন ঘুরে দাঁড়ানো হতদরিদ্র। ২০০৫ সালের মাঝামাঝি সময়ে বসুন্ধরা ফাউন্ডেশন সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ চালু করলে বদলে যেতে থাকে এলাকার দৃশ্যপট। গতকাল দুপুরে ২৯তম ঋণ প্রদান অনুষ্ঠানে ৪৪৯ জন হতদরিদ্রকে ৩০ লাখ ৭২ হাজার ৫০০ টাকা ঋণসহায়তা দেওয়া হয়। ২৯তম ঋণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (ট্রেজারার) ময়নাল হোসেন চৌধুরী। অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান, সাবেক যুগ্ম-সচিব সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম এ আউয়াল, বসুন্ধরা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক মাইমুন কবীর, বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ বাবু, বাঞ্ছারামপুর ইসলামিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশারফ হোসেন প্রমুখ। উল্লেখ্য, দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ২০০৫ সালে বসুন্ধরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশন পশুপালন, ক্ষুদ্র ব্যবসাসহ ৩৩টি খাতে হতদরিদ্র পরিবারগুলোকে সুদমুক্ত ঋণসহায়তা দিয়ে আসছে। বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলার ১৩ ইউনিয়নের ১১৮টির মধ্যে ৭২টি গ্রামে এ ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সর্বশেষ খবর