শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

মৃত্যুসনদ পাওয়ার পর পাঁচ ঘণ্টা জীবিত!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রুহুল আমিন নামে এক যুবকের মৃত্যু ঘিরে বুধবার দিনভর চলে নাটকীয়তা। আখাউড়া স্বাস্থ্য কমপ্লেঙ্ কর্তৃক 'ডেথ সার্টিফিকেট' দেওয়ার পরও পাঁচ ঘণ্টা বেঁচে ছিল রুহুল। চিকিৎসকদের অবহেলায়ই তার মৃত্যু হয়েছে অভিযোগ পরিবারের সদস্যদের। জানা যায়, বুধবার সকালে আখাউড়ার দরুইন গ্রামের রুহুল আমিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নান্নু মিয়া জানান, বাড়ি আনার পর তার শরীর গরম অনুভব করায় কয়েকজনকে ম্যাসেজ করতে বলেন তিনি। একপর্যায়ে রুহুল চোখ খুললে পুনরায় সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাবা ফরিদ মিয়া জানান, রুহুল জীবিত আছে দেখে সদর হাসপাতালে ইনজেকশন পুশ করে ও অঙ্েিজন লাগিয়ে ঢাকায় পাঠায়। বেলা ৩টার দিকে তার মুখ থেকে ফেনা বের হয়। পরে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়েছে। আখাউড়া স্বাস্থ্য কমপ্লেঙ্রে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম জানান, মৃত ঘোষণার পরও ওই যুবক বেঁচে থাকার বিষয়টি সঠিক নয়।

সর্বশেষ খবর