শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

চাঁপাইয়ে বড় ভাই, চাটখিলে একজনকে কুপিয়ে হত্যা

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট দুই ভাই গতকাল দুপুরে বড় ভাই আজমল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে। নিহত আজমল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুণবাড়ি গ্রামের ইয়াসিন আলীর ছেলে। তাছাড়া সংবাদ সংস্থা বাসস জানায়, একই উপজেলার পায়রাপুর গ্রামে লিচু চুরির অভিযোগে গতকাল গ্রামের জবদুলের ছেলে সেলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে বাগান মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে নোয়াখালীর চাটখিলের পূর্ব পরকোর্ট গ্রামে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহকর্ত্রী ফিরোজা বেগমকে কুপিয়ে হত্যা ও গৃহকর্তা আবদুল ওয়াদুদ ও গৃহবধূ রাশেদা বেগমকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় পুলিশ গতকাল সকালে মিজানুর রহমান ও হাবিব নামে দুজনকে গ্রেফতার করেছে। চাঁপাইনবাবগঞ্জ : জানা গেছে, আজমল হোসেনকে তার মা কিছু জমি লিখে দেন। এর জের ধরে তার ভাই সেতাবুর ও আবদুল, ভাতিজা আলমগীর ও বাবুসহ কয়েকজন আজমলকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান। নোয়াখালী : গৃহকর্তা আবদুল ওয়াদুদ ও গ্রেফতারকৃতদের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাটিয়াবাড়ির কুয়েত প্রবাসী নুর আলমের ঘরে ডাকাতি করার সময় ডাকাত ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় আবুল কাশেম নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত ৩ গ্রামবাসী হলেন, আজিজুল হক, মোহন, বেলায়েত হোসেন। নিহত আবুল কাশেম বাটিয়াবাড়ির আমিন সারেংয়ের ছেলে। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর