শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

ডিবি পুলিশ কাণ্ড

এনজিও ঋণের কিস্তির ৭০০ টাকা শোধ না করায় গাংনীর রায়পুর গ্রামের দিনমজুর আবজেল হোসেন ও নজরুল ইসলামকে অমানুষিক নির্যাতন করেছে ডিবি পুলিশ। এনজিও 'দারিদ্র্য বিমোচন সংস্থা' মেহেরপুর পুলিশ সুপারের কাছে ঋণ আদায়ের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ বুধবার রাতে তাদের আটক করে নির্যাতন শেষে সুদ-আসলসহ ঋণের ১৬ হাজার টাকা নিয়ে মুমূর্ষু অবস্থায় ছেড়ে দেয়। গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আনোয়ার হোসেন জানান, আহতদের অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসা না দেওয়া হলে দুজনই পঙ্গু হতে পারে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দারিদ্র্য বিমোচন সংস্থার গাংনী অফিস ঘেরাও করে রাখে। রাইপুর গ্রামের বাসিন্দা শিক্ষক মিজানুর রহমান জানান, তাদের আটকের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ডিবি পুলিশের লোকজন পেটাতে পেটাতে গাড়িতে ওঠাচ্ছে। এ সময় মহিলারা বাধা দিতে গেলে তাদের গায়েও হাত তোলে। ডিবি পুলিশের ওসি আকবর আলী জানান, যা হয়েছে তা পুলিশ সুপারের নির্দেশে হয়েছে।

সর্বশেষ খবর