শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

এক পলক

শিক্ষার্থীদের মানববন্ধন নীলফামারী সরকারি কলেজের দুজন শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের ছাত্র আতিকুর রহমান, বিপুল রায়, ব্যবস্থাপনা বিভাগের আলামিন ইসলাম, সুচিত্রা রায় সুচি প্রমুখ। -নীলফামারী প্রতিনিধি পানিতে ডুবে ছাত্রের মৃত্যু নীলফামারী শহরের কুখাপাড়ায় গতকাল ক্যানেলের পানিতে ডুবে কলেজছাত্র মাসুম বিল্লাহর (১৭) মৃত্যু হয়েছে। মাসুম সার্কিট হাউস সড়কের রফিকুল ইসলামের ছেলে ও নীলফামারী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা শেষে দুপুরে ক্যানেলে গোসল করতে নেমে ডুবে যান মাসুম। -নীলফামারী প্রতিনিধি স্কুলছাত্রী ধর্ষিত কালাই উপজেলার সরাইল গ্রামে এক ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। সে সরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় গতকাল কালাই থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওই ছাত্রীটিকে পাশের গ্রামের বাচ্চুর ছেলে মামুনুর রশীদ বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। -জয়পুরহাট প্রতিনিধি বিনামূল্যে শিক্ষা উপকরণ শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফর সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাতা, কলম ও স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌর এলাকার ৮৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৮০ জন শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। -শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ডাকাতি আড়াইহাজারে নারান্দি গ্রামে বুধবার রাতে ব্যবসায়ী হারুন-অর রশিদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাত দল লুট করেছে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। হারুন জানান, রাত ৩টার দিকে ২০-২৫ জনের ডাকাত দল ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে লুটপাট চালায়। -আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সর্বশেষ খবর