শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

রূপগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫টি ডাইং প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। অসম্পূর্ণ নির্মাণাধীন ইটিপি দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা ডাইং প্রতিষ্ঠানগুলোকে ওই জরিমানা করা হয়। গতকাল পরিবেশ অধিদফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অসম্পূর্ণ ও নির্মাণাধীন ইটিপির মাধ্যমে ডাইং কার্যক্রম পরিচালনার জন্য রূপগঞ্জের ঝলমল টেঙ্টাইলকে ২ লাখ, সালাউদ্দিন আহমেদ টেঙ্টাইল (প্রা.) লিমিটেডকে ১৬ লাখ, সুমি ডাইংকে ২ লাখ, গৌরী ডাইংকে ১০ লাখ ও মিতা ডাইং অ্যান্ড প্রিন্টিংকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর