শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

মুন্সীগঞ্জ সরাইলে ডাকাতি

বীরগঞ্জ আড়াইহাজারে আটক ৬

মুন্সীগঞ্জ ও সরাইলে ডাকাতির ঘটনা ঘটেছে। বীরগঞ্জ ও আড়াইহাজারে ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের খবর_ মুন্সীগঞ্জ : শহরের মাঠপাড়ার বৃহস্পতিবার রাত পৌনে ২টা থেকে আধা ঘণ্টা ধরে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনা ঘটে। প্রবাসী হাজি নেকবর জমাদ্দারের কন্যার বিয়ের আয়োজন থেকে ঘুমন্ত লোকজনকে বেঁধে রেখে ও মারধর করে ডাকাত দল ৩০ ভরি স্বর্ণ, ১৫টি মোবাইল ও ১ লাখ ২০ হাজার টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। পরে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ মুক্তারপুর সেতু থেকে ইসলাম ও শফিকুল নামের দুই ডাকাতকে গ্রেফতার এবং লুণ্ঠিত প্রায় তিন ভরি স্বর্ণ ও পাঁচটি মোবাইল উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতদ্বয় জানায়, তারা অন্য বাড়িতে ডাকাতি করতে যাওয়ার সময় পথে বিয়েবাড়ি দেখে প্রথমে দুজন সেখানে গিয়ে রাত দেড়টার দিকে রেকি করে। ডাকাতির অনুকূল পরিবেশ পেয়ে একটু পরই আকস্মিক লুটপাট শুরু করে। ব্রাহ্মণবাড়িয়া : সরাইলের চুন্টা গ্রামে বৃহস্পতিবার রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নেয়। এ সময় তাদের মারধরে আহত হয়েছেন শিশুসহ ছয়জন। দিনাজপুর : বীরগঞ্জে মুড়িয়ালা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে বৃহস্পতিবার রাতে চারজনকে আটক করেছে পুলিশ। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : উপজেলার কল্যাণদী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো_ আলম ও শুক্কুর আলী।

সর্বশেষ খবর