শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

জুড়ীতে পাহাড়ি ঢলে ভেসে গেছে মৎস্য অভয়াশ্রম

জুড়ী উপজেলার কণ্ঠিনালা নদীর মৎস্য অভয়াশ্রমের বাঁশের বেড়া ও ডালপালা গত কয়েকদিনের পাহাড়ি ঢলে ভেসে গেছে। মৎস্য অধিদফতর সূত্র জানায়, গত এপ্রিলে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারের লামাবাজার এলাকায় হাকালুকি হাওর এলাকাধীন জুড়ী নদীর শাখা কণ্ঠিনালা নদীতে ১.৫ হেক্টর জমিতে মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়। বিলুপ্ত প্রজাতির মাছের বংশরক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে হাওর অঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ওই কাজে ব্যয় হয় প্রায় ৫ লাখ টাকা। জুড়ী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ বলেন, অভয়াশ্রমটি স্থাপন করার আগে নদীতে এত স্রোত হবে ভাবা হয়নি।

সর্বশেষ খবর