শুক্রবার, ১৭ মে, ২০১৩ ০০:০০ টা

এক পলক

শ্রমিকদের মানববন্ধন গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি সংগঠন। গতকাল বিকালে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের মহানগর শাখার সভাপতি মাসুম শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অঞ্জন দাস, প্রদীপ রায়, রাশেদ হোসাইন প্রমুখ। -নারায়ণগঞ্জ প্রতিনিধি লম্পটকে গণধোলাই মুন্সীগঞ্জের শ্রীনগরে মদনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টাকালে গ্রামবাসী আটক করে লম্পটকে গণধোলাই দিয়েছে। পরে আলতাফ হোসেন নামের লম্পটকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল দুপুরে স্কুল শিক্ষার্থীর মা বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণের অভিযোগে আলতাফকে আসামি করে মামলা দায়ের করেছেন। -মুন্সীগঞ্জ প্রতিনিধি বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ফরিদপুর শহরের ঝিলটুলীতে গতকাল বিদ্যুৎস্পৃষ্টে ওষুধ কোম্পানি সোমাটেঙ্রে কর্মচারী মোশাররফ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে মোশাররফ অফিসের ছাদে রড নিয়ে আম পাড়তে যায়। এ সময় রড তারে জড়িয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। _ফরিদপুর প্রতিনিধি ভারতীয় শাড়িসহ আটক সিরাজগঞ্জের হাটিকুমরুলে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে একটি ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো_ গোপালগঞ্জের মোকসেদপুরের জাহাঙ্গীর আলম ও নড়াইলের দিঘুলিয়ার শফিকুল ইসলাম। -সিরাজগঞ্জ প্রতিনিধি না বেহাল দশা দক্ষিণাঞ্চালবাসীর ঝালকাঠির নলছিটি উপজেলা সদরে প্রবেশের অন্যতম পীর-মোয়াজ্জেম হোসেন সড়কটির বর্তমানে বেহাল দশা। ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন এই সড়কের বিভিন্ন জায়গায় পিচ, ইট-সুরকি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে এ ব্যস্ততম রাস্তাটি। ঝুঁকিপূর্ণ এ সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। _ঝালকাঠি প্রতিনিধি গ্রেফতারে আলটিমেটাম নাটোরের গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলীকে হত্যার চেষ্টা মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দাবি জানিয়েছে পৌর পরিষদ কর্মকর্তা ও কর্মচারীরা। ওই সময়ের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে ব্যর্থ হলে পৌরসভার সব কার্যক্রম বন্ধ রেখে কঠিন আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় গুরুদাসপুর পৌর পরিষদ হলরুমে এক প্রতিবাদ সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করা হয়। _নাটোর প্রতিনিধি বরের পলায়ন চলতি বছর এসএসসি পাস করা এক ছাত্রীর (১৫) বিয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল গতকাল বাদ জুমা। বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ এলাকায় পেঁৗছলে বর ও তার সঙ্গে থাকা লোকজন সটকে পড়ে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কনকদিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাস করা ওই ছাত্রীর সঙ্গে পটুয়াখালী পৌরসভার সবুজবাগ এলাকার মো. ফয়জর আলী মিয়ার ছেলে মো. তুহিনের (৩৫) বিয়ের আয়োজন করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ কনের বাড়িতে না গিয়ে পালিয়ে যায়। _পটুয়াখালী প্রতিনিধি

সর্বশেষ খবর