রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

রাজাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ থানায় হামলা

রাজাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ থানায় হামলা

ঝালকাঠির রাজাপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি বাধার কারণে দুই দফা সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও ৪ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এ সময় বিএনপি নেতা-কর্মীদের ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের লাঠিচার্জে পুলিশের ৫ এসআই, ২ এএসআইসহ ৯ সদস্য এবং বিএনপির ৫০ নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় বিএনপির ১৮ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার পুরাতন জেলখানা এলাকায় পেঁৗছলে পুলিশ বাধা দেয়। বিএনপি নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে বিক্ষোভ করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়ে বিএনপির কয়েক নেতা-কর্মীকে গ্রেফতার করে। পরে পুলিশ পিছু হটলে মিছিলটি পুনরায় মেডিকেল মোড় ও বাগরি বাজার হয়ে রাজাপুর থানার সামনে আসলে পুলিশ আবারও বাধা দিলে পুনরায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে নেতা-কর্মীদের ধাওয়ায় পুলিশ থানায় আশ্রয় নেয়। পরে পুলিশ পুনরায় একত্রিত হয়ে ধাওয়া করে। এবার বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানায় হামলার চালায়। এতে থানার জানালার গ্লাস ভেঙে যায় এবং ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় আহতরা হলেন, এসআই আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, অমর সিং, আজিজুল হক, আতিকুর রহমান, এএসআই আনোয়ার হোসেন, বেদারুদ্দিন এবং কনেস্টবল রেজাউল করিম ও সবুজ হোসেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আতিকুর রহমানকে বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঝালকাঠির সহকারী পুলিশ সুপার অফম আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ১৯ জনকে গ্রেফতার করেছে। দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

 

সর্বশেষ খবর