রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ

দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ পুলিশের বাধার মুখে পড়ে। তত্ত্ব্বাবধায়ক সরকার পুনর্বহাল, গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ওই কর্মসূচি পালন করছিল। প্রতিনিধিদের পাঠানো খবর_

ঝালকাঠি: মিছিল সাধনার মোড়ে এলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে বি এন পি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বি এন পির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি প্রমুখ। এদিকে নলছিটিতে বিএনপির দুই গ্রুপের পৃথক মিছিলেই পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধস্তাধস্তি হয়। পরে এক গ্রুপ পুলিশের বেরিকেড ভেঙে মিছিল করলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। নারায়ণগঞ্জ : দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় সমাবেশ শেষে বের হওয়া মিছিল চাষাঢ়ার দিকে যাওয়ার সময়ে ২নং রেল গেট এলাকায় পুলিশ বাধা দেয়। পরে মিছিলটি শহরের মণ্ডলপাড়ার দিকে চলে যায়। মিছিল বের হওয়ার আগে নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ। শেরপুর : পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল ও বিএনপি কার্যালয়ে সমাবেশ করতে পারেনি বিএনপি। পরে বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের গর্দানায়ণপুরস্থ বাসার গেইটে থানা বিএনপির উদ্যোগে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যার দিকে ভারপ্রাপ্ত সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অপর অংশের সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় পুলিশি বাধায় বিএনপির মিছিল পণ্ড হয়ে গেছে। মিছিলটি বাস টার্মিনাল এলাকায় যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে উঠলে ফাঁকা রাবার বুলেট ছুড়ে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। কিশোরগঞ্জ : আখড়া বাজার এলাকা থেকে বিএনপি বিক্ষোভ মিছিলের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দেয়। পরে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গাড়ি ভাঙচুর করে এবং গাড়ির চালকদেরকে এলোপাতাড়ি মারপিট করে। গোপালগঞ্জ : মিছিল সমাবেশ করতে দেয়নি পুলিশ। রাস্তায় নামতে না পেরে নেতা-কর্মীরা পুলিশ বেষ্টনির মধ্যে শহরের গেটপাড়ায় দলীয় কার্যালয়ে সমাবেশ করে। বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে মনিরুজ্জামান পিনু, কে এম হামিদুল হক দুলাল বক্তব্য রাখেন ।

বগুড়া: মাটিডালী বিমানমোড়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, মাহবুব আলম শাহিন প্রমুখ। নাটোর : নাটোরের গণমানুষের নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা যাবে না। নাটোরের সাধারণ মানুষই আন্দোলনের মুখে দুলুকে মুক্ত করে আনবে ইনশাল্লাহ, সভায় বিএনপির নেতারা এসব কথা বলেন। বিএনপি অফিসের সামনে এই সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, শহর বিএনপির সাধারণ সম্পাদক ও নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন প্রমুখ। জামালপুর : জাহেদা সফির মহিলা কলেজ গেট এলাকায় সদর উপজেলা বিএনপির সভাপতি সাইদুর রহমান খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা আমজাদ হোসেন, এমদাদুল হক হীরা, শফিউর রহমান সফি, মশিউর রহমান, রুহুল আমিন মিলন, সজিব খান প্রমুখ। ঝিনাইদহ : সাধারণ সম্পাদক আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মসিউর রহমান, সহ-সভাপতি মতলেব কমিশনার, আক্তারুজ্জামান আক্তার, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, অ্যাডভোকেট এসএম মশিউর, আশরাফুল ইসলাম পিন্টু, সুজন ও ফজলে এলাহী শিমুল প্রমুখ। ঠাকুরগাঁও : সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন, তোজাম্মেল হক তাজু, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, জেলা যুবদলের আহ্বায়ক মহেবুল্লাহ আবু নূর, সদস্যসচিব মাহাবুব হোসেন তুহিন, ছাত্রদলের সভাপতি রাশেদ আলম লাবু প্রমুখ।

সর্বশেষ খবর