রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের সংঘর্ষ-বোমা, ওসিসহ আহত ১০

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকালে সন্ত্রাসের জনপদ রামচন্দ্রপুর হাটে আওয়ামী লীগের দুই গ্র“পে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে সদর থানার ওসি এস এম বজলুর রশিদ ও আট পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য মোস্তাফিজুর রহমান ও কোহিনুর ইসলামকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬৭ রাউন্ড শটগানের গুলি, ২৭ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ও দুটি টিয়ার শেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে গ্রেফতার করে ৯ মহিলাসহ ২০ জনকে। জানা গেছে, সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক আজিজুল হক আজু গ্র“পের সঙ্গে দীর্ঘদিন ধরে কালাম গ্র“পের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দুই গ্র“প সরকারের মোড় এলাকায় মুখোমুখি অবস্থান নিয়ে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে সদর থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে কালাম ও আজু গ্র“পের লোকজন পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। সদর থানার ওসি এস এম বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর