শনিবার, ১৩ জুলাই, ২০১৩ ০০:০০ টা

সাতক্ষীরায় অর্ধদিবস হরতাল, ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরায় অর্ধদিবস হরতাল, ককটেল বিস্ফোরণ
কালিগঞ্জ উপজেলা আমির মোসলেম উদ্দিনকে গ্রেপ্তারের  প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতের ডাকে অর্ধ দিবস হরতাল পালিত হচ্ছে। দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা।
 
সকাল ৭টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতা ঘোড়াপোতা মোড় এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে পিকেটিং করে বিক্ষোভ করতে থাকে। এর এক পর্যায়ে তারা ঢাকাগামী একটি এম আর পরিবহন, একটি প্রাইভেট কারসহ ৫টি ট্রাক ভাঙচুর করে। পরে সংবাদ পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে পিকেটাররা সেখানে ১৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
 
হরতালের কারণে কালিগঞ্জ সদরে কোনো বাস ট্রাক চলাচল করছে না।  এছাড়া শ্যামনগর ও সাতক্ষীরা থেকে যাতায়াতকারী ঢাকাগামী  কোনো দুরপাল্লার পরিবহনও কালিগঞ্জ পার  হতে পারছে না। তবে জেলা শহরের অন্যন্য উপজেলাতে ও জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পাশ্ববর্তী জেলা খুলনা ও যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর