বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

হামলা সংঘর্ষে দুজন নিহত, আহত ২৩

হবিগঞ্জ ও পাবনায় সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রূপগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আধিপত্যকে কেন্দ্র করে ওই সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন তিনজন। হবিগঞ্জে লাখাইয়ের চানপুর গ্রামে পূর্ববিরোধের জেরে গতকাল দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র অনুচরণ দাস নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। পাবনায় সদর উপজেলার ভাঁড়ারা খাঁপাড়া গ্রামে কবুতর মারাকে কেন্দ্র সংঘর্ষে আহত কামাল খাঁ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকায় বিভিন্ন কাজের ভাগ-ভাটোয়ারা নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মুনসুর আলীর সঙ্গে যুবলীগ নেতা আমির হোসেনের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল মুনসুর আলীসহ তার লোকজন যুবলীগ নেতা আমির হোসেনসহ তার লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে সুমন মিয়াকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সর্বশেষ খবর