সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

ডিমলায় ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

নীলফামারীর ডিমলায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ ধাওয়া- পাল্টা ধাওয়া ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহত হয়েছেন ১০ জন। প্রতিনিধিদের খবর_

নীলফামারী প্রতিনিধি জানান, শনিবার রাতে ডিমলায় ছাত্রদলের সভা চলছিল। সভা চলাকালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন ১০ নেতা-কর্মী। আহতদের মধ্যে রয়েছেন ডিমলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুল ইসলাম লেমন, শাহাজাদা, নিপুণ, জাহাঙ্গীর আলম, রাশেদ, সুমন ও চন্দন প্রমুখ। ঘটনার পরপরই সভা স্থগিত করা হয়। স্থগিত সভা গতকাল জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রায়গঞ্জের পল্লীতে পুকুরে হাঁস নেমে মাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন। উপজেলার কাবাড়িপাড়া গ্রামে গতকাল এ সংঘর্ষের ঘটনা ঘটে। কাবাড়িপাড়া গ্রামের সাইফুলের একটি পুকুরে বাঐখোলা গ্রামের জামাল, কামাল ও নজরুলের হাঁস নেমে মাছ খেত। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর