সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

আইসিএল এমডির বিরুদ্ধে পরোয়ানা

চুক্তি মোতাবেক জমির দলিল হস্তান্তর না করা এবং অর্থ আত্মসাতের অভিযোগে আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক এইচএনএম শফিকুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সমন জারির পর গতকাল আদালতে হাজির না হওয়ায় কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অম্মান কৃষ্ণ জিষ্ণু ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলায় অপর অভিযুক্তরা হচ্ছেন কোম্পানির নির্বাহী পরিচালক আবুল হাসেম ও পরিচালক শেখ আহম্মদ। মামলার অভিযোগে জানা গেছে, ১ কোটি ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেলার সদর দক্ষিণ উপজেলার কালোরা গ্রামের আসাদুজ্জামান ভুটু ১ জুলাই আইসিএলের এমডি শফিকুর রহমান, আবুল হাসেম এবং কুমিল্লা শাখা ইনচার্জ শেখ আহম্মদের বিরুদ্ধে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেন।

সর্বশেষ খবর