সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

শিশু অপহরণ মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

টাঙ্গাইলে দেড় বছরের শিশু অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুল মজিদ গতকাল এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের আবদুল মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগম। জানা যায়, ২০১১ সালের ৪ জানুয়ারি মির্জাপুরের আলী হোসেনের মেয়ে নয়নকে অপহরণ করে মতিন ও মরিয়ম। তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে পরে এক লাখে নেমে আসে। ধার্যকৃত টাকা কালিহাতী এলাকায় ট্রেন থেকে বস্তায় ছেড়ে দিলে নয়নকে মুক্তি দেওয়া হবে জানায় অপহরণকারীরা। তাদের কথা মতো ট্রেন থেকে বস্তায় টাকা ছেড়ে দেওয়া হয়। এ সময় ওঁৎপেতে থাকা পুলিশ মতিনকে আটক করে।

সর্বশেষ খবর