সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

লক্ষ্মীপুর ও পাবনায় চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

লক্ষ্মীপুর ও পাবনায় চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ছাড়া বাগেরহাট ও নওগাঁয় মহিলাসহ ১০ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে চালক মহিন হোসেনকে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রামগঞ্জে লামচর ইউপির হাসন্দি এলাকার একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মহিন রামগঞ্জ করপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। পাবনা প্রতিনিধি জানান, শনিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মোল্লাপাড়া গ্রামের হিরু বাঘাবাড়ী থেকে চারজন যাত্রী নিয়ে ফরিদপুর রওনা হন। এ সময় ফরিদপুরের গোপালনগর এলাকায় সিএনজি যাত্রীরা চালক হিরুকে হত্যা করে লাশ পার্শ্ববর্তী পাটক্ষেতে ফেলে সিএনজি নিয়ে পালিয়ে যায়। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের বারাকপুর এলাকা থেকে শনিবার রাতে বাংলালিংকের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৭ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নুরু মিয়া, লিটন হাওলাদার, আশরাফ শেখ, শমসের, মুরাদ, মানিক হোসেন ও সেলিম শেখ। নওগাঁ প্রতিনিধি জানান, পুলিশের উপস্থিতিতে নওগাঁয় ছিনতাইয়ের সময় মহিলাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে শহরের ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো লিটন, রবিন, শেফালী। এদের বাড়ি বগুড়া সদরের মহাস্থানগড়ে।

সর্বশেষ খবর