সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

স্থায়ী নিয়োগ পেলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের ৮৪ কর্মচারী

অস্থায়ী থাকার দুঃখ ঘুচল দিনাজপুর শিক্ষা বোর্ডের ৮৪ কর্মচারীর। স্থায়ী কর্মচারী হিসেবে গতকাল তারা শিক্ষা বোর্ডে যোগদান করেছেন। আরও ২৪ কর্মচারীর বয়স সরকারি চাকরির বিধি মোতাবেক ৩০ বছরের মধ্যে না থাকায় তারা স্থায়ী নিয়োগপত্র পাননি।

জানা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ৮৪ জনকে স্থায়ীভাবে নিয়োগের সিদ্ধান্ত নেন। এ সময় বঞ্চিত ২৪ জন কর্মচারী ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে আদালত ৮৪ জনের নিয়োগের পক্ষে রায় দেন। তবে আবেদনকারী ২৪ জনের বিষয় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি আদালত। কর্মচারীদের নেতা মাসুদ আলম বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক আমরা নিয়োগ পেলাম। এ জন্য আমরা খুশি। আমরা সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দীন মিয়াসহ সব কর্মকর্তার কাছে কৃতজ্ঞ। কর্মচারীদের অন্যতম নেতা ও স্থায়ী নিয়োগপ্রাপ্ত সেকশন অফিসার রেজাউল করিম জানান, আমরা স্থায়ী নিয়োগের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছি। এতদিনে আন্দোলন সফল হওয়ায় আমরা আনন্দিত।

সর্বশেষ খবর