সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

কুষ্টিয়ায় দুই স্কুলছাত্রকে বিএসএফের নির্যাতন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে দুই স্কুলছাত্রকে ধরে নেওয়ার ৬ ঘণ্টা পর নির্যাতন শেষে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবি জানায়, স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র পাকুড়িয়া গ্রামের আজমত আলী ও মামুন গতকাল সকালে সীমান্ত পিলার সংলগ্ন তাদের জমি দেখতে যায়। এ সময় পশ্চিমবঙ্গের কৃষাণ ক্যাম্পের বিএসএফ তাদের ধরে নিয়ে অকথ্য নির্যাতন চালায়। বিএসএফ সদস্যরা ক্যাম্পে নিয়ে মাটিতে ফেলে তাদের শরীরের বিভিন্ন স্থান বুট দিয়ে থেঁতলে দেয়। খবর পেয়ে ঠোটারপাড়া বিজিবি এ ঘটনার প্রতিবাদ এবং আটক স্কুলছাত্রদের ফেরত চেয়ে চিঠি পাঠায়। পরে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে দুই ছাত্রকে ফেরত দেয় বিএসএফ।

 

সর্বশেষ খবর