রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

তিন ধরনের বক্তব্য নীলনকশার অংশ

কাজী জাফর

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ বলেন, ক্ষমতায় পুনরায় আসা নিয়ে শাসকদলের সাম্প্রতিক বক্তব্যগুলোকে জনগণ নীলনকশার অংশ মনে করছে। একদিকে পাঁচ সিটিতে শাসকদলের উপর্যুপরি ভরাডুবি, অন্যদিকে প্রধানমন্ত্রীতনয় জয় বলছেন, তার হাতে তথ্য আছে আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন, তার হাতে তথ্য নেই তবে আওয়ামী লীগের বিজয়ের গন্ধ তিনি পাচ্ছেন। অর্থমন্ত্রী মুহিত বলেছেন, তার কাছে তথ্য নেই তবে তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে জিতবে। ফলে জনগণ তাদের কথার হিসাব মেলাতে পারছে না। তিন নেতার তিন ধরনের বক্তব্যে জনগণ বিভ্রান্ত হচ্ছে। কাজী জাফর গতকাল কুমিল্লা টাউন হলে জেলা দক্ষিণ জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 

সর্বশেষ খবর