রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

সুন্দরবনে সাত ট্রলারসহ ৫০ জেলে অপহৃত

সুন্দরবনসহ বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযানের মধ্যেও বনদস্যুরা ইলিশ মাছের ট্রলারে ডাকাতি অব্যাহত রেখেছে। এরা বৃহস্পতিবার ভোর থেকে গতকাল সকাল পর্যন্ত সুন্দরবনের দুবলার চর, নারকেলবাড়িয়া ও কটকা এলাকায় শতাধিক ট্রলারে হানা দিয়ে সাতটি ট্রলারসহ কমপক্ষে ৫০ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে। এ সময় দস্যুরা প্রায় কোটি টাকার ইলিশ মাছ, তেল ও অন্যান্য মালামাল লুটে নিয়েছে। অপহৃত জেলেদের জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আমীর হোসাইন চৌধুরী, কোস্টগার্ড ও মৎস্য সমিতি এসব খবরের সত্যতা নিশ্চিত করেছে। জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলা সভাপতি আবুল হোসেন ও রাজেশ্বর গ্রামের মৎস্য ব্যবসায়ী এমাদুল হাওলাদার জানান, বৃহস্পতিবার ভোর ৪টা থেকে গতকাল সকাল পর্যন্ত শীর্ষ বাহিনীর ৪০-৪৫ জন বনদস্যু দুটি ট্রলারযোগে এসে দুবলার চর, নারকেলবাড়িয়া ও কটকার বইয়ামপাড়ায় শতাধিক ফিশিং ট্রলারে হানা দিয়ে জেলেদের মারধর ও লুটতরাজ করে। দস্যুরা প্রত্যেক ট্রলার থেকে আহরিত ইলিশ, জ্বালানি তেল ও অন্যান্য মালামালসহ প্রায় কোটি টাকার সম্পদ লুট করে। এ সময় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দস্যুরা শরণখোলায় ২টি ও পাথরঘাটার ৫টিসহ মোট ৮টি ট্রলার ও শরণখোলার ১৫সহ ৫০ জন জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায়।

সর্বশেষ খবর