শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা
ডায়রিয়ার প্রকোপ

নেত্রকোনায় এক সপ্তাহে হাসপাতালে ২৪১

হঠাৎ করে নেত্রকোনা শহরে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। শহরের সাতপাই, চকপাড়া, পুকুরিয়াসহ প্রতিটি এলাকায় প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১০/১২ জন। গত এক সপ্তাহে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪১ জন ডায়রিয়ার রোগী। হাসপাতালে পর্যাপ্ত সিট থাকায় হিমশিম খেতে হচ্ছে ডাক্তার, নার্স আয়াসহ সংশ্লিষ্টদের। হাসপাতাল সূত্রে জানা গেছে, আটটি বেডের বিপরীতে প্রায় প্রতিদিন ১৮ থেকে ২০ জন করে রোগী ভর্তি হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার কাজ এখনো শেষ না হওয়ায় ৫০ শয্যাতেই ১০০ শয্যার কাজ চালানো হচ্ছে। যে কারণে ডাক্তারদের হিমশিম খাওয়া ছাড়া উপায় নেই বলে কর্তৃপক্ষের অভিযোগ। একসঙ্গে এত রোগী হওয়ায় অনেকের জায়গা হয়েছে মেঝেতে।

সর্বশেষ খবর