শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

হামলার ভয়ে ভিটে ছাড়া তিন পরিবার

হামলার ভয়ে ভিটে ছাড়া তিন পরিবার

নাটোরের বড়াইগ্রামে কেচুয়াকোড়ার সিদ্দিক, মাসুদ ও সোহেল সরকারের বাড়িতে এখনও তাণ্ডবের চিহ্ন। ১৯ আগস্ট সন্ত্রাসীরা তাদের বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট করে কেটে নিয়ে গেছে গাছপালা। ভেঙে ফেলেছে রান্নার চুলা। তুলে নিয়ে গেছে খাবার পানির কল। ফের হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই তিন পারবারের লোকজন। ভয়ে পালিয়ে আসা সিদ্দিকের স্ত্রী মাহেদা, মাসুদের স্ত্রী রেবা ও সোহেলের স্ত্রী আসমা জানান, অস্ত্রের মুখে তাদের এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। গতকাল মাসুদ সরকার বাদী হয়ে নাটোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।

অভিযুক্ত সোলায়মান বলেন, খাস জমিতে ১০ বছর আগে সিদ্দিক বসবাসের জন্য বাড়ি করে। তাদের কোনো বৈধ কাগজপত্র নাই। আমরা সরকারে আছি। সরকারের বিনা অনুমতিতে ওরা জমি দখল করে আছে, তাই তুলে দিয়েছি।

 

 

সর্বশেষ খবর