বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

শেরপুরের ছেলের হাতে বাবা খুন

শেরপুরের ছেলের হাতে বাবা খুন

শেরপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। কুমিল্লায় গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এছাড়া রাজশাহী, মৌলভীবাজার ও ব্রাহ্মলবাড়িয়া থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর_

শেরপুরের ঝিনাইগাতীর গান্ধীগাঁও গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। নিহতের নাম আবদুল মতিন। সোমবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মজিদের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান মতিন। কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধূ লতিফা বেগমে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নূরুল হকের বিরুদ্ধে। নিহতের পরিবারের দাবি তাকে শ্বাসরোধ করে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারণা চালাচ্ছে শ্বশুর বাড়ির লোকজন। রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে সোমবার ফজিলা খাতুন নামে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মৌলভীবাজারের রাজনগর ইলাশপুর গ্রামে রাবেয়া বেগম নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ সোমবার রাতে উদ্ধার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সুমিত্রা রানী দাস নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ মারধর করে তাকে হত্যা করেছে স্বামী জীবন চন্দ দাস।

 

 

সর্বশেষ খবর