বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

দৌলতদিয়া-পাটুরিয়ায় পারাপার ব্যাহত

নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্দকভাবে ব্যাহত হচ্ছে। ১২ ঘণ্টা পর গতকাল সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হলেও ১২টার দিকে ফের বন্ধ হয়ে যায়। পারাপারের অপেক্ষায় এখনো উভয় ঘাটে আকটে আছে ৪০০ ট্রাক।

দৌলতদিয়া থেকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি ফেরি সোমবার রাতে নতুন চ্যানেল দিয়ে যাওয়ার সময় ডুবোচরে আটকা পড়ায় চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে আইটি জাহাজ ফেরিটি উদ্ধার করে। প্রায় আড়াই ঘণ্টা সার্ভে করার পর ১০টায় কে-টাইপ ফেরি দিয়ে পুনরায় চলাচল শুরু হয়। কিন্তু দুপুর ১২টার দিকে পাটুরিয়া থেকে একটি কে-টাইপ ফেরি দৌলতদিয়া আসার পথে ফের ডুবোচরে আটকা পড়ে।

বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত চলাচল স্বাভাবিক হয়নি।

সর্বশেষ খবর